সেলফি তুলতে গিয়ে ৭ বন্ধুর মৃত্যু

প্রকাশঃ জুন ২৩, ২০১৬ সময়ঃ ২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

ganga-selfie-kanpurভারতের উত্তরপ্রদেশের কানপুরে বুধবার গঙ্গায় সাঁতার কাটতে নামার আগে ‘সেলফি’ তুলছিলেন ১৯ বছরের যুবক শিবম। এ সময় পা পিছলিয়ে গঙ্গায় পড়ে যান তিনি। সেটা দেখে তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন একই সঙ্গে গঙ্গায় সাঁতার কাটতে আসা মাকসুদ।

কানপুরের সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট শলভ মাথুর গণমাধ্যমকে বলেন, ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার ওপরে গঙ্গায় তখন ভীষণ স্রোত ছিল। এ কারণে শিবম আর মাকসুদ তলিয়ে যেতে থাকেন। এর পরই বন্ধুদের বাঁচাতে একে একে জলে ঝাঁপ দেন তাদের আরও পাঁচ বন্ধু।

শলভ মাথুর বলেন, কিন্তু স্রোতের সঙ্গে কেউই খুব বেশিক্ষণ লড়াই চালাতে পারেননি। ডুবুরী নামানো হয় ঘটনার কিছুক্ষণের মধ্যেই। প্রায় দুঘণ্টা পরে ৭ জনেরই মৃতদেহ উদ্ধার করেন ডুবুরীরা। হাসপাতালে নিয়ে গেলে সবাইকেই মৃত বলে ঘোষণা করা হয়।

তিনি জানান, এদের মধ্যে মাকসুদের বয়স ৩০ এর ওপরে কিন্তু বাকিরা সকলেই ১৯ থেকে ২১ বছর বয়সের। শলভ মাথুর বলেন, সেলফি তুলতে গিয়ে বৃষ্টির মধ্যে পা পিছলে পড়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G