সোনালী আঁশের প্রতি একটু ভালোবাসা
নিজস্ব প্রতিবেদক
আমাদের এক সময়ের প্রধান অর্থকরী ফসল পাট।এক সময় পাট সারা দেশের অসংখ্য কৃষকের মুখে, কিষাণীর মুখে হাসি ফুটিযে খুশিতে ভরিয়ে তুলতো এদেশের গ্রাম-বাংলার প্রতিটি অঙ্গন। পাট আমাদের নিজস্ব পণ্য, আমাদের গর্বের পণ্য। একসময় পাটকে দিয়ে বিশ্ব চিনত বাংলাদেশকে। এখন পাটের সময়। কিন্তু পাটের সেই সুদিন নেই।
আর তাই কিছু তরুণ এক হয়ে পাট বাঁচাতে এবং পাটের প্রতি ভালোবাসা জানাতে একটি ফেসবুকের মাধ্যমে ইভেন্টের আয়োজন করেছে। তারা কয়েকশত মানুষের হাতে সোনালী আঁশের ব্রেসলেট পরিয়ে দিয়ে হারিয়ে যাওয়া দেশের এই গর্বের পণ্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন।
ফেসবুক ভিত্তিক সংগঠন “হিউম্যানিটি ফর বাংলাদেশ” আগামীকাল বিকেল ৪ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই ব্যাতীক্রমি ইভেন্টের আয়োজন করেছেন।
প্রতিক্ষণ/এডি/এনজে