সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৬ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1471367851_p-18

সরকারি মালিকানাধীন তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই তিনজনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পাঠানো হয়েছে।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল-ইসলাম পেয়েছেন অগ্রণী ব্যাংকের দায়িত্ব পেয়েছেন, কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ সোনালী ব্যাংকের এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমানকে রূপালী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রত্যেক এমডিকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে পাঠানো চিঠিতে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তাদের নিয়োগ চূড়ান্ত হবে। এই তিন জন ব্যাংক তিনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য,বেশ কিছুদিন ধরে রাষ্ট্রায়ত্ত এই তিন ব্যাংকে ভারপ্রাপ্ত এমডি দিয়ে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G