সৌদি সফরে যাবে চীনের প্রেসিডেন্ট শি

প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০২২ সময়ঃ ৩:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

চীনের শি ‘সম্পর্ক জোরদার’ করতে সৌদি আরব সফর করবেন। এ তথ্য আজ আল-জাজিরা প্রকাশ করেছে। রাজ্যের সরকারী সংবাদ সংস্থা অনুসারে, এই সপ্তাহে সৌদি আরব-চীনা শীর্ষ সম্মেলনের সময় $২৯ বিলিয়ন মূল্যের প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহে সৌদি আরবে তিন দিনের সফরে যাবেন। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশটির রাজা এবং ডি ফ্যাক্টো শাসকের সঙ্গে দেখা করবেন। করোনভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে চীনা নেতা বুধবার তার তৃতীয় বিদেশ সফরে আসবেন এবং ২০১৬ সালের পর এটা তার প্রথম সৌদি আরব সফর।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) মঙ্গলবার বলেছে, “দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার জন্য” সৌদি আরবের বাদশাহ সালমানের আমন্ত্রণে এই সফর। দ্বিপাক্ষিক সম্মেলনের সময় $২৯.২৬ বিলিয়ন মূল্যের প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হবে, এসপিএ জানিয়েছে।

বুধবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, শি সৌদি আরবে রাষ্ট্রীয় সফর করবেন এবং রিয়াদে প্রথম চীন-আরব রাষ্ট্র সম্মেলন এবং চীন-জিসিসি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G