স্কুল পরিদর্শনে মন্ত্রীর বানান ভুল

প্রকাশঃ জুন ১৮, ২০১৬ সময়ঃ ১২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

472710-gujarat-minister-elephant-wrong

হঠাৎ স্কুল পরিদর্শনে গেলেন ভারতের গুজরাট রাজ্যের নগর গৃহায়ন, পরিবহন ও স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী শংকর চৌধুরী। স্বাভাবিকভাবেই শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের দক্ষতা বিচার করা শুরু করেন তিনি এবং পড়ানো শুরু করে দেন। এটা করতে গিয়েই হাস্যকর বানান ভুল করে বসলেন ক্ষমতাসীন বিজেপির এই আইনপ্রণেতা।

ব্ল্যাকবোর্ডে তিনি লিখলেন ই-এল-ই-পি-এইচ-ই-এন-টি (এলিফেন্ট)। শব্দটির শেষ দিকে একটি ‘এ’-এর জায়গায় লিখলেন ‘ই’।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে শংকর চৌধুরী বলছেন, এটা একটি কৌশল। শিক্ষার্থীরা ভুল ধরতে পারছে কি না তিনি আসলে সেটাই জানতে চাচ্ছিলেন।

৪৫ বছর বয়সী মন্ত্রীর বক্তব্য বিশ্বাসযোগ্য না শোনালেও তাঁর দল বিজেপি বলছে, তিনি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছিলেন যে বানান একভাবে লেখা থাকলেও উচ্চারণ অন্যরকম হতে পারে।

শংকর চৌধুরী আগে থেকেই নানা কারণে বিতর্কিত। জানান যায়, তাঁর এমবিএ ডিগ্রি রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তাঁর ওই ডিগ্রি ভুয়া। ২০১২ সালে গুজরাট পার্লামেন্টে আইপ্যাডে অশ্লীল ছবি দেখছিলেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে পরে তিনি তা অস্বীকার করেন।

উল্লেখ্য, ঐ মন্ত্রীসহ আরো কয়েকজন শিশুদের স্কুলের ভর্তির ব্যাপারে উৎসাহ দিতে গুজরাট সফর করছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G