স্কুল ব্যাগে অস্ত্র, শিশুসহ গ্রেফতার ৬
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
স্কুল ব্যাগে অস্ত্র বহনের অভিযোগে তিন শিশুসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
বুধবার সন্ধ্যা ও রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ফতুল্লা ও রাজধানীর ঢাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকারিয়া, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হল- ইমরান (২০), শাকিল (১৩), আল আমিন (১২), মাসুদ (২৮), জিসান (১২) ও বশির (২৩)। এ সময় তাদের কাছ থেকে চারটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে তিনজন শিশু। তাদের দিয়েই মূলত অস্ত্র ব্যবসা করানো হতো। কৌশলগত কারণেই এ সব শিশুকে অস্ত্র ব্যবসায় জড়ানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ফতুল্লা প্রেসক্লাবের সামনে অস্ত্র কেনা-বেচা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইমরান, শাকিল ও আল আমিন নামে ৩ জন স্কুল ছাত্রকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
এরপর তাদেরকে থানা এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর রাজধানীর দক্ষিন বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জিসান, মাসুদ ও বশির নামে আরো ৩ যুবককে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকেও তিনটি বিদেশি পিস্তল ও ৭টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহ জানান, আটকেরা বুধবার দুপুরে তার কাছে আসে একটি পিস্তল বিক্রির জন্য। এ সময় তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আটক তিনজনের স্বীকারোক্তিতে রাতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে আরও তিনজনকে আটক করে।
প্রতিক্ষণ /এডি/মারুফ