স্কয়ার হাসপাতালের জরিমানা
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর স্কয়ার হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়ম প্রমাণিত হওয়ায় হাসপাতালটিকে দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত স্কয়ার হাসপাতালে এ অভিযান পরিচালনা করে। র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
অভিযান করে দেখা গেছে, হাসপাতালটির আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ এবং ডায়ালাইসিস ইউনিটের কোনো লাইসেন্স নেই। ক্লিনিক এবং ল্যাবের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০১৪ সালের জুন মাসে হাসপাতালের ব্লাড ব্যাংকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। লাইসেন্সের মেয়াদ না থাকার কারণে নিরাপদ রক্ত সঞ্চালন আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালের তিনটি ফার্মেসিতে অভিযান চালিয়ে সেখানে মেডিক্যাল ডিভাইস ও সার্জিকাল অ্যাপারেটাসের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন (ডিএআর) এবং প্রেমিসিস লাইসেন্স পাওয়া যায়নি। এই অপরাধে ড্রাগ অ্যাক্টের বিধান অনুয়াযী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইন্সটিটিউটের (বিএসটিআই) অনুমোদন না নিয়ে স্কয়ার ক্যাফেটেরিয়ায় কেক তৈরি করায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দীন বিষয়গুলো নিশ্চিত করেন। হেলাল উদ্দীন ছাড়াও অভিযানে বিএসটিআইয়ের একজন, স্বাস্থ্য অধিদপ্তরের তিনজন, ঢাকা সিটি কর্পোরেশনের স্যানিটারি বিভাগের দুই কর্মকর্তা এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/এফটি