স্ত্রী নির্যাতনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৮:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

pumrv7v6বাসায় আটকে রেখে কিশোরী স্ত্রী নির্যাতনের ঘটনায় এবার বরিশাল মেট্রোপলিটনের উপ-পরিদর্শক আঃ ওয়ারেছের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতনের শিকার নারীর মা মাহামুদা বেগম মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নারী নির্যাতন দমন আইনে দেওয়া অভিযোগটি রাতে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহবুবুর রহমান।

এর আগে ৫ মার্চ স্ত্রীকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ারেসকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

গত ৫ মার্চ সকালে বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া থানা সংলগ্ন আঃ রহিম খানের ফ্লাট বাসার নিচ তলা থেকে তালাবদ্ধ অবস্থায় হাবিবা আক্তার মারুফাকে উদ্ধার করে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও থানা পুলিশের সদস্যরা।

পরে ঘটনা জানাজানি হয়ে গেলে ওই দিনই পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয় ওয়ারেছকে।

প্রতিক্ষণ/এডি/লিজান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G