স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি, যাবজ্জীবন চার
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
মুক্তাগাছায় স্ত্রী হত্যা মামলায় স্বামী আবু বকর সিদ্দিকের ফাঁসি এবং শাশুড়ি-দেবরসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ কোর্টের বিচারক এ আদেশ দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামের জোসনা আরার শাশুড়ি জমিরন, দেবর ইদ্রিস আলী, প্রতিবেশী হাছেন আলী ও ইদ্রিস আলী।
মামলার বিবরণে বলা হয়, ২০০০ সালের ১৯ ফেব্রুয়ারি মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামে যৌতুক নিয়ে পারিবারিক কলহের জের ধরে জোসনা আরাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পেছনে বাঁশ বাগানে লাশ পুঁতে রাখে। পরে নিহতের বাবা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জজ আদালতের বিজ্ঞ বিচারক বুধবার বিকেলে এ রায় দেন।
প্রতিক্ষণ/এডি/রানা