স্থগিত টাঙ্গাইলের উপ-নির্বাচন

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০১৫ সময়ঃ ২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলটাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একইসঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিলের শুনানি আগামী ২ নভেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

গত ২১ অক্টোবর তার মনোনয়ন পত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কাদের সিদ্দিকীর মনোয়নপত্র বাতিলে নির্বাচন কমিশন ও রিটানিং কর্মকর্তার সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছেন আদালত।

এই ঘোষণার পর একটি রুল জারি করেন হাইকোর্ট। রুলে কাদের সিদ্দিকীর মনোনয়ন কেন বৈধ ঘোষণা করা হবে না তা জানতে চান আদালত। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। রুলে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসারকে বিবাদী করা হয়।

পরবর্তীতে গত সোমবার কাদের সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া নির্দেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবেদন করা হয়।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G