স্বর্ণপদকে ভূষিত নোবেল বিজয়ী ইউনূস
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের তিরুপতিতে মঙ্গলবার অনুষ্ঠিত ১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত আরও ৫ জন নোবেল লরিয়েটের সঙ্গে প্রফেসর ইউনূসকে এই সম্মাননা দেওয়া হয়।
বুধবার ঢাকায় ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞান কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রী মোদী, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু ও অন্যান্যরা সহ ভারতের প্রখ্যাত বিজ্ঞানীরা বক্তব্য রাখেন।
ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই ৫ দিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে সমবেত হয়েছেন। তিরুমালা পাহাড়ের পাদদেশে অবস্থিত নয়নাভিরাম এই মন্দির নগরীতে এই বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। কংগ্রেসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রখ্যাত বিজ্ঞানীরা অংশ নিয়েছেন।
এছাড়া ভারতের মুখ্য বিজ্ঞান নীতি প্রণেতা, প্রশাসক এবং ভারতের সব রাজ্য থেকে বিভিন্ন পর্যায়ের প্রায় ২০ হাজার গবেষক, শিক্ষক ও ছাত্র এতে উপস্থিত হয়েছেন।
এদিকে, বুধবার কংগ্রেসের একটি প্লেনারি সেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।
প্রতিক্ষণ/এডি/শাআ