গেইমারদের জন্য আসছে স্মার্টওয়াচ

প্রকাশঃ মার্চ ১২, ২০১৭ সময়ঃ ৯:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

গেইমারদের জন্য প্রথমবারের মতো তৈরি করা হয়েছে স্মার্টওয়াচ। এর নাম দেয়া হয়েছে গেইমব্যান্ড। সাধারণ প্রোডাক্টিভিটি অ্যাপসের পাশাপাশি এই স্মার্টওয়াচটিতে রয়েছে অ্যাস্ট্রয়েড, পং, সেন্টিপেডের মতো বিভিন্ন ক্লাসিক গেইম।

ঘড়িটির ডিসপ্লেতেই এই গেইমগুলো খেলতে পারবেন গেইমাররা । চাইলে, ইউএসবি-সি টাইপ সংযোগের মাধ্যমে কম্পিউটারে যুক্ত করে গেইম খেলা যাবে বড় স্ক্রিণেও । এই স্মার্টওয়াচটিতে মেমরি বাড়াতে রয়েছে আধুনিক মাইক্রোএসডি কার্ড স্লট । থাকছে দৃষ্টিনন্দন অ্যামোলেড ডিসপ্লে, টপ-নটচ প্রসেসর। এছাড়াও ওয়াই-ফাই এবং ব্লু-টুথ উভয় সংযোগই রয়েছে স্মার্টওয়াচ গেইমব্যান্ডে।

বর্তমানে স্মার্টওয়াচটির ক্লকস্টার্টার ক্যাম্পেইন চলছে। আগ্রহী ক্রেতারা মাত্র ৯৯ ডলারে গেইমব্যান্ডটি প্রি-বুকিংয়ের মাধ্যমে ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে পারবে। বিশেষায়িত এই স্মার্টওয়াচটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G