স্যামসাং গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাসের প্রি-অর্ডার ঘোষণা

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৭ সময়ঃ ২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৮ অপরাহ্ণ

স্যামসাং বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাস মডেলের মোবাইল।

মঙ্গলবার গ্রামীণফোন হাউজে স্যামসাং গ্যালাক্সি ফ্ল্যাগশিপ ডিভাইসের লেটেস্ট সংস্করণ উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং এবং গ্রামীণফোন এই হ্যান্ডসেটগুলোর প্রি-অর্ডার ঘোষণা করে।

গ্যালাক্সি এস৮-এর মূল্য ৭৭ হাজার ৯০০ টাকা, যা ৫ হাজার ৯০০ টাকা জমা দিয়ে সর্বনিন্ম দুই হাজার টাকা করে ৩৬ মাসের ইএমআই-এর মাধ্যমে এবং গ্যালাক্সি এস৮ প্লাস-এর মূল্য ৮৩ হাজার ৯০০ টাকা, যা সাত হাজার ৯০০ টাকা জমা দিয়ে সর্বনিম্ন দুই হাজার ১১১ টাকা করে ৩৬ মাসের ইএমআই-এর মাধ্যমে উপভোগ করা যাবে। গ্রাহকরা সকল শীর্ষ ব্যাংক থেকে ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধাসহ এই হ্যান্ডসেটগুলো উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, অতুলনীয় হার্ডওয়্যার ডিজাইন এবং বিভিন্ন ধরনের নতুন সেবার মাধ্যমে সম্পূর্ণ নতুন এই গ্যালাক্সি এস৮ এবং এস৮+ হ্যান্ডসেট প্রথাগত স্মার্টফোন ব্যবহারের সীমাবদ্ধতাকে ভেঙ্গে দিয়েছে। গ্যালাক্সি সিরিজের ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের ফিচার- যেমন বেজেল-লেস ইনফিনিটি ডিসপ্লে এবং একটি ইনটেলিজেন্ট ইন্টারফেস বিক্সবিসহ গ্যালাক্সি এস৮ সম্পূর্ণ নতুন মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিত করছে। এতে আরও রয়েছে একটি উন্নত ক্যামেরা, কাটিং-এজ প্রযুক্তি, বাড়তি কার্যক্ষমতা, আইরিস স্ক্যানার এবং ফেসিয়াল রিকগনিশনসহ বাড়তি মোবাইল নিরাপত্তা ব্যবস্থা।

গ্রাহকদের জন্য গ্যালাক্সি এস৮ পাওয়া যাবে মিড নাইট ব্ল্যাক, ম্যাপল গোল্ড রং-এ এবং গ্যালাক্সি এস৮+ পাওয়া যাবে মিড নাইট ব্ল্যাক, ম্যাপল গোল্ড এবং কোরাল ব্লু রং-এ বাজারে পাওয়া যাবে। এই হ্যান্ডসেটগুলো স্যামসাং-এর সকল অনুমোদিত স্টোর এবং সকল গ্রামীনফোন সেন্টারে পাওয়া যাবে। গ্রাহকরা প্রি-অর্ডার এইট অথবা গ্রামীণফোনের ওয়েবসাইট ভিজিট করে অথবা স্যামসাং বা গ্রামীনফোন সেন্টার থেকে হ্যান্ডসেটগুলোর প্রি-অর্ডার করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের পক্ষ থেকে সিএমও ইয়াসির আজমান, জেনারেল ম্যানেজার, আইওটি, এমফোরডি ও ডিভাইস সরদার শওকত আলী, স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, জেনারেল ম্যানেজার ইয়াং উ লী, হেড অব মোবাইল মূয়ীদুর রহমান, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আলম আল মাহবুব এবং এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সালাহউদ্দিন আলমগীর।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G