হঠাৎ টর্নেডো; ১৫ ফুট উপরে চীনা বালক (ভিডিও)
পূর্ব-পশ্চিম ডেস্ক
আচ্ছা কখনও শুনেছেন বাতাসের প্রভাবে আকাশে উড়তে? শুনেননি তো? তবে এমন ঘটনাই ঘটেছে কুমফু কারাতের দেশে। এখানকার সিনেমাগুলোতে আমরা হরহামেশাই উড়ে বেড়াতে দেখি মারামারি করার সময়। যেন এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না। তবে এই উপরে উঠে যাওয়া নিয়ে প্রচুর বিতর্ক আছে। তবে এবারে যার কথা বলছি সে স্কুল বালকটি কিন্তু সত্যি সত্যি ১৫ ফুট উপরে উঠে গেছে। তবে কোনো সিনেমা বা গড়ের মাঠের কারাতে-কুমফুতে নয় স্কুলের মাঠে। হঠাৎ তেড়ে আসা টর্নেডোর প্রচণ্ড শক্তিতে শুন্যে ভাসতে লাগলো।
ঘটনাটি ঘটেছে চীনের গানসু প্রদেশে। একটি স্কুলমাঠে টর্নেডোর আঘাতের এই দৃশ্যটির ভিডিওচিত্র এখন ফেইসবুকের বদৌলতে অনেকের দেখা হয়ে গেছে। তবে যারা এখনও দেখেননি
তাদের জন্য দেওয়া হল এই ভিডিওটি। তবে কেউ চাইলে আবারও দেখতে পারেন।
সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, প্রথম টর্নেডোটি আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া শুরু করে। কিন্তু এর কিছুক্ষণ পরেই
দ্বিতীয় টর্নেডোটি আঘাত হানে। স্কুল কর্তৃপক্ষ শিশুদের তখন মাটিতে শুয়ে পড়তে বলে।
দ্বিতীয় টর্নেডোটি ছাত্রদের মধ্যে আরো আতঙ্ক সৃষ্টি করে। কাপড়, কম্বল এবং অন্যান্য সব উপকরণ বাতাসে উড়িয়ে নিতে শুরু করে।
তৃতীয় টর্নেডোটি আরো শক্তিশালী ছিল। এটি এক বালককে বাতাসে ১৫ ফুট ওপরে তুলে ফেলে। শিক্ষকরা তাকে নিচে নামানোর চেষ্টা করেন। মাত্র ১৫ সেকেন্ড পর ওই শিক্ষার্থী মাটিতে
পড়ে যায়। সে সামান্য আহত হয়েছে। তাকে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই তিনটি টর্নেডোর উচ্চতা ছিল প্রায় ১০০ ফুট।
=====