হরতাল চলছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
বিশ দলীয় জোটের ডাকা হরতালের আজ ৩য় দিন চলছে। রোববার থেকে শুরু হওয়া এ হরতাল চলেব আগামি বুধবার (৪মার্চ
) সকাল ৬ টা পর্যন্ত। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জনজীবনে হরতালের কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মত নিজ-নিজ গন্তব্যে যাওয়ায় ব্যস্ত রয়েছেন রাজধানীবাসী। তাদের জীবনযাত্রা অনেকটা স্বাভাবিকই রয়েছে।
অন্যদিকে, হরতাল-অবরোধে গাড়ির সংকট চোখে পড়ছে না। নগরীতে প্রয়োজনীয় গাড়ি রয়েছে এবং তা প্রতিদিনের মতো আজও স্বাভাবিকভাবে চলাচল করছে। আজ রাজধানীতে হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং হয়নি। এছাড়া, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার, রিকশাসহ বিভিন্ন যানবাহন।
এদিকে, হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতারোধে রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ মঙ্গলবার (৩ মার্চ) ২৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। জরুরি ভিত্তিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও ৭০ প্লাটুন।
প্রতিক্ষণ/এডি/সালাম