হরতালে চলছে দূর পাল্লার বাস
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।গাবতলী ঘুরে ও কাউন্টার ম্যানেজারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বিভিন্ন পরিবহণের কাউন্টারের সামনে যাত্রীদের বাসের জন্য অপেক্ষার দৃশ্য।
গাবতলী সোহাগ পরিবহণের কাউন্টারের সামনে খুলনা যাওয়ার উদ্দেশে দাঁড়িয়ে থাকা এক যাত্রী জানান, ‘হরতাল অবরোধে বর্তমান যে অবস্থা তাতে বাসে চলাচল করাটা খুব ঝুঁকিপূর্ণ। কিন্তু কিছু করার নেই। জীবনের ঝুঁকি নিয়েই বাসে বাড়ি যাচ্ছি। তাই সকাল বেলা গাবতলী এসেছি।’সোহাগ পরিবহণের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ পলাশ বলেন, ‘সকাল থেকেই কিছু সংখ্যক বাস বিভিন্ন জেলার উদ্দেশে গাবতলী থেকে ছেড়ে গেছে। গাবতলী থেকে বাস ছাড়ার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই ছেড়ে যাওয়া গাড়িগুলোকে পাহারা দিয়ে গন্তব্য স্থানে নিয়ে যাচ্ছে। তাই সকাল থেকেই মোটামুটি যাত্রীদের উপস্হিতি দেখা গেছে। তবে সাধারণ দিনের মতো বাস ছেড়ে যাচ্ছে না। যাত্রী কম থাকার কারণে অল্প কিছু গাড়ি ছাড়া হচ্ছে।’
প্রতিক্ষণ/এডি/সুমি