হাতীবান্ধায় কব্জি দিয়ে লিখে এইচএসসি পাশ
মোঃ মোশারফ হোসেন, হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আলিমুদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থী শাহ আলমের হাতের আঙ্গুল না থাকায় কব্জি দিয়ে লিখে ৩.৪২ পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেন । শারীরিক প্রতিবন্ধি শাহ আলম বাণিজ্য বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেয়। আগুনে দুটো হাতের আঙ্গুল পুড়ে গেলেও পোড়ায়নি তার মনের সাহসকে।
শাহ আলম পিইএসসি,জেএসসি ও এসএসসি পরীক্ষা দিয়েও ভাল ফলাফল করেন । জানা গেছে, উপজেলার পূর্ব বিছনদই গ্রামের একরামুল – মরিয়ম দম্পতির ছেলে শাহ আলম । জানতে চাইলে বাবা একরামুল বলেন, ছেলে আগুনে দুটো হাত হারালেও পড়ালেখার মনোবল হারায়নি ।
এদিকে শাহ আলমের কাছে তার ইচ্ছের কথা জানতে চাইলে বলেন, আমি পড়ালেখা শেষ করে ব্যাংকে চাকুরী করবো।
কলেজের অধ্যক্ষ সরওয়াত হায়াত খান বলেন, শারীরিক আর সাংসারিক প্রতিবন্ধকার সাথে যুদ্ধ করে এইচএসসিতে সাফল্য অর্জন করেন এবং শাহ আলমের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন ।
প্রতিক্ষণ/এডি/শাআ