হাবিপ্রবি’র বাজেট অনুমোদন

প্রথম প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ৪:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

1428142149হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫তম রিজেন্ট বোর্ডের সভায় ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৩৯ কোটি ৩২ লক্ষ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মো. রুহুল আমিন এর সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মজ্ঞুরী কমিশনের সরকারী অনুদান অনুযায়ী বাজেটে ৩৪ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে প্রতিষ্ঠানটি। বাকী  ৫ কোটি ১২ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ধার্য্য  করা হয়েছে।

এদিকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রিজেন্ট বোর্ডে তিন  গবেষককে পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়েছে।গবেষকরা হলেন: কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর মো. আবুল কালাম আজাদ, কৃষিতত্ত্ব বিভাগের  এ.কে.এম জাকারিয়া এবং  মৃত্তিকা বিজ্ঞান বিভাগের  প্রফেসর মো. মনছুর রহমান।

রংপুর-৫ এর মাননীয় সংসদ সদস্য এইচ.এন.আশিকুর রহমান এবং রাজশাহী-৩ এর মাননীয় সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G