হাসান আলী দারোগার রায় আজ

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ১:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Hasan...একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক সৈয়দ মো. হাসান আলী ওরফে হাছান দারোগার মামলার রায় আজ।

গতকাল সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।

এর আগে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি গত ২০ এপ্রিল যেকোনো দিন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

এ মামলায় হাসান আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের ৬টি অভিযোগ আনা হয়।

মামলার প্রসিকিউটর আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, পলাতক হাসান আলী দারোগার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আমরা ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। এরমধ্যে তিনটি হত্যা, দু’টি গণহত্যা, একটি অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।

হাসান আলীর বিরুদ্ধে গত বছরের ৩ এপ্রিল ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G