হিলারির সমর্থনে ভারতের স্কুল শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের উত্তর প্রদেশের একটি গ্রাম সাহারানপুর । যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে উপলক্ষে হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারে নেমেছে এই গ্রামের স্কুল শিক্ষার্থীরা।
এলাকায় বিলবোর্ড-পোস্টার তো আছেই। অনেক শিক্ষার্থী ‘আমি হিলারির সমর্থক’ ব্যাজও ধারণ করছে। তারা উচ্ছ্বসিত বক্তব্য দিচ্ছে হিলারির পক্ষে ।
নিকটস্থ কুরালি গ্রামের মেয়ে এবং বিল ক্লিনটন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী মানসী পুণ্ডির বলে, ‘নির্বাচনে আমি হিলারির প্রতি আমার নৈতিক সমর্থন এবং শুভকামনা জানাতে চাই। তিনি যেন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিধর দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন, সে জন্য আমি তাঁর সমর্থনে পোস্টারও বানিয়েছি। অন্যান্য দেশের জন্যও এটা উদাহরণ সৃষ্টি করবে।’
বিষয়টির কারন হিসেবে জানা যায়, সাহারান শহরে ৩৫ একরজুড়ে প্রতিষ্ঠিত রামরতি এডুকেশন কমপ্লেক্সে রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই যেমন বিল ক্লিনটন স্কুল, হিলারি ক্লিনটন নার্সিং স্কুল, হিলারি ক্লিনটন ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সেস। সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে বিনোদ গুপ্ত চ্যারিটেবল ফাউন্ডেশন।
বলা হয়, এই বিনোদ গুপ্ত ক্লিনটন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু। এমনকি বিল ক্লিনটন ২০০১ সালে এই এলাকা ঘুরেও গেছেন। মুলত, এই কারনেই হিলারির প্রতি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের এই প্রচারণা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
প্রতিক্ষণ/এডি/এস আর এস