হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ২:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

হিলিভারতের প্রজাতন্ত্র দিবসে হিলি স্থলবন্দরে সকাল থেকে বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

আজ ভারতে ৬৬তম প্রজাতন্ত্র দিবস।

হরতাল-অবরোধের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও সোমবার দুই দেশের পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করেনি। তবে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ভারতের ব্যবসায়িদের উদ্বৃতি দিয়ে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ জানান, ভারতে ৬৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। সেখানে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

প্রতিক্ষণ/এডি/মায়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G