হেক্সা গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ; সড়ক অবরোধ
কাউকে না জানিয়ে হঠাৎ করে রাতারাতি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আলিফ গ্রুপের হেক্সা গার্মেন্টসের শ্রমিকরা ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
শ্রমিকদের এই বিক্ষোভের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গুরুত্বপূর্ণ সড়কটির সায়েন্স ল্যাবরেটরি-বাটা সিগন্যাল অংশে যান চলাচল বন্ধ হয়ে আছে বলে জানান নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান।
এ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মালিকপক্ষ কারখানা সরানোর চিন্তাভাবনা করছে। তবে শ্রমিকরা তাতে রাজি হচ্ছে না’।
শ্রমিকরা জানান, তারা সকাল ১০টার দিকে মাল্টিপ্লান সেন্টারের সামনে জড়ো হয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য।
শ্রমিকদের প্রতিনিধি হেক্সা গার্মেন্টসের অপারেটর সোমা বলেন, কাউকে না জানিয়ে ওরা গতরাতে কারখানা থেকে মেশিন সরিয়ে ফেলেছে। আবার বিনা নোটিসে কারখানাও বন্ধ করে দিলো। এখন আমরা কী করবো? ঠিক সময়ে বেতন দেওয়া হতো না, কোনো বোনাসও নাই, ওভারটাইমের টাকার কথা বলেও কোনো লাভ হয় না। আবার মালিকপক্ষ আমাদের সাথে কথাও বলছে না।
এদিকে আন্দোলনরত শ্রমিকদের এই প্রতিনিধি সোমা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা সড়ক ছাড়বেন না।
নিউ মার্কেট থানার ওসি বলেন, “আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর কারখানা কর্তৃপক্ষেরও আসার কথা। আশা করি সমস্যা মিটে যাবে।”