হেরে গেল সাকিবের ‘কেকেআর’

প্রথম প্রকাশঃ মে ১৫, ২০১৫ সময়ঃ ২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

07kkr1গতরাতে আইপিএল এর শ্বাসরূদ্ধকর ম্যাচে ৫ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে, ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের সম্ভাবনা উজ্জ্বল করলো রিকি পন্টিং আর শচীন টেন্ডুলকারের অভিভাবকত্বে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক গম্ভীর। সাকিবের বোলিং নৈপুন্যে ৭৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেললেও, পঞ্চম উইকেটে কিয়েরণ পোলার্ড এবং হার্ডিক পান্ডে ৯২ রানের জুটি গড়ে তোলেন। তাও মাত্র ৫০ বলে।

৩৮ বলে পোলার্ড ৩৩ রান করলেও মাত্র ৩১ বলে হার্ডিক পান্ডে অপরাজিত থাকেন ৬১ রানে। ৮টি বাউন্ডারির সাথে ২টি ছক্কার মার মারেন তিনি। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে ফেলে মুম্বাই। সাকিব ২২ রান দিয়ে নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৪৫ রানে জুটি গড়েন গম্ভীর-উথাপ্পা। ৪৬ রানের মধ্যে ২ উইকেট পড়লেও গম্ভীর ২৯ বলে ৩৮ রান করে লড়াই জমিয়ে তোলেন।

তিনি আউট হলে মাঠে নামেন সাকিব। তিন বাউন্ডারিতে ১৫ বলে ২৩ রান করে আউট হন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

উইকেটে টিকে ছিলেন ইউসুফ পাঠান। নিয়মিত পারফরমার আন্দ্রে রাসেলও ফিরে যান ৪ বলে মাত্র ২ রান করে। শেষ পর্যন্ত ১৬৬ রানে গিয়ে থামতে হয় কলকাতা নাইট রাইডার্সকে।

এই হারের ফলেও ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল কেকেআর। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল চেন্নাই সুপার কিংস। হায়াদারাবাদ, মুম্বাই আর রাজস্থানের পয়েন্ট সমান ১৪ করে। রান রেটে এগিয়ে হায়দারাবাদ আর মুম্বাই ইন্ডিয়ান্স।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G