হেলিকপ্টারে রাখালদের গরু চড়ানো
প্রতিক্ষণ ডেস্ক:
লাঠি হাতে রাখালরা গরু চড়ানোর কাজটি অনায়াসেই করে থাকলেও একেবারেই ভিন্ন একটি চিত্র দেখা যাবে অস্ট্রেলিয়ান রাখালদের বেলায়। দেশটির একটি অঞ্চলে হেলিকপ্টারে করে মাঠে গরু চড়ানোর কাজটি করে আসছে রাখালরা।
একেতো গোয়ালঘর থেকে চারণভূমির দূরত্ব ৫০ কিলোমিটার, অন্যদিকে গরুর সংখ্যা দুই হাজারেরও বেশি।
তাই, পায়ে হেঁটে মাঠে গরু চড়ানিরা সম্ভব না হওয়ায়, এ কাজের জন্য হেলিকপ্টারকে বেছে নিয়েছে রাখালরা। পায়ে হেঁটে যেখানে তাদের গরু চড়াতে এক মাসেরও বেশি সময় লেগে যেতো, সেখানে হেলিকপ্টারের মাধ্যমে মাত্র ৫দিনেই করা যাচ্ছে এই কাজ।
হেলিকপ্টারে করে গরুগুলোকে ৫০ কিলোমিটার দূর হতে তাড়িয়ে ৮ কিলোমিটার দূরত্বের মধ্যে নিয়ে আসার পর ভূমি রাখালরা যোগ দিয়ে থাকে গরুর পাল সামাল দেয়ার জন্য। বাকিপথ তারাই গরুগুলোকে তাড়িয়ে নিয়ে যায়।
বিবিসি ওয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ারে ঐ রকম বিশাল মাঠে গবাদি পশুর সংখ্যা প্রায় ৩ কোটি। গরু চড়াতে গিয়ে দেশটিতে প্রতিবছর গড়ে দশজন দক্ষ পাইলট হেলিকপ্টার বিধ্বস্তের শিকার হয়ে থাকেন।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস