হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যা
প্রতিক্ষণ ডেস্কঃ
কুষ্টিয়ায় মীর সানোয়ার রহমান (৫৭) নামের একজন হোমিওপ্যাথি চিকিৎসককে একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। দুর্বৃত্তদের এই আক্রমণে চিকিৎসকের সাথে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামান আহত হয়েছেন। আহত শিক্ষককে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসা দেয়ার পর এখন ঢাকায় আনা হচ্ছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় কিশিম জানিয়েছেন, কুষ্টিয়া শহর থেকে ছয় সাত কিলোমিটার দূরত্বে প্রত্যন্ত গ্রামে শিশিরমাঠ এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যার ঘটনাটি ঘটেছে। শিশিরমাঠ এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসক মীর সানোয়ার রহমানের বাগানবাড়ি রয়েছে। তিনি সেখানে প্রতি শুক্রবার বিনামূল্যে গ্রামের গরিব মানুষকে চিকিৎসা দিয়ে থাকেন। ১৩ বছর ধরে আর্থিকভাবে অসচ্ছল মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন এই চিকিৎসক।
সেজন্য আজ শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের বাসা থেকে তিনি তাঁর বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক মো: সাইফুজ্জামান সহ মোটরসাইকেলে করে বাগানবাড়ি যাচ্ছিলেন। বাগানবাড়ি থেকে অল্প দূরত্বে কয়েকজন দুর্বৃত্ত আগে থেকেই লুকিয়ে ছিল বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ সুপার বলেছেন, দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে দু’জনেরই মাথায় এবং ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থলেই হোমিওপ্যাথি চিকিৎসক মীর সানোয়ার রহমানের মৃত্যু হয়। আর তাঁর বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো: সাইফুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়েছিল। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।
পুলিশ ঘটনার কারণ সম্পর্কে কিছু বলতে পারছে না এবং কাউকে শণাক্ত করা যায়নি।
কয়েকমাস আগে দক্ষিণ-পশ্চিমের আরেক জেলা ঝিনাইদহে একজন হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছিল।সেই ঘটনায় আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আইএস দায় স্বীকার করেছিল।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া