হ্যান্ডওয়াশ পাঠানোর হিড়িক জুকারবার্গের বাড়িতে
প্রতিক্ষণ ডেস্ক
সিলিকন ভ্যালিতে নরেন্দ্র মোদীর সফরকে যখন সফল বলে জোর প্রচার শুরু করেছে বিজেপি, তখন মার্কিন মুলুকে মোদী বিরোধী প্রচার অন্য মাত্রা পেল।
বেশ কয়েকজন সিলিকন ভ্যালির বাসিন্দা ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গের বাড়িতে হ্যান্ডওয়াশ পাঠাতে শুরু করলেন। জুকারবার্গের বাড়িতে হ্যান্ডওয়াশ পাঠিয়ে লেখা হয়েছে, জাক, হাত ধুয়ে নাও (“Zuck, wash your hands! “)।
আসলে এটা ইন্টারনেট দুনিয়ায় মোদী বিরোধী একটা প্রতিবাদের মাধ্যম।
২০০২ গুজরাট দাঙ্গায় মোদীর ভুমিকার কথা বলে ফেসুবক প্রধানকে বলা হয়েছে, ”ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে তোমার হাতেও রক্তের দাগ লেগে আছে। তাই হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নাও।”
আন্দোলনকারীদের দাবি করা হয়েছে জুকারবার্গের বাড়িতে ২৫০ বোতল হ্যান্ডওয়াশ পৌঁছে গিয়েছে। প্রতিটি বোতলে গুজরাট হিংসায় নিহত মানুষদের নাম উত্সর্গ করে হয়েছে।
মোদী বিরোধী সেই সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আহ্বান করা হয়েছে জুকারবার্গের কাছে হ্যান্ড সেনিটাইজার পাঠানোর।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ