১ম টেষ্টে অনিশ্চিত তাসকিন

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১২, ২০২২ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১২ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে ওডিআই সিরিজের শুরুতেই তাসকিন আহমেদের ইনজুরি মাথা চাড়া দিয়ে ‍উঠে। মিরপুরে টানা ২ ম্যাচে খেলতে না পারা পেসার তাসকিন আহমেদ ৩য় ওডিআই খেলতে নামলেন চট্টগ্রামে। আবারো সেই ইনুজরি মাথা চাড়া দিয়েছে। এবার হয়তো টেস্ট সিরিজ মিস হয়ে যেতে পারে তাসকিন আহমেদের। তেমনটাই আজ চট্টগ্রামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিলেন তাসকিন।

পুরনো পিঠের ইনজুরি থেকে রেহাই চান আর  দলের সঙ্গে থেকে মাঠে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন অভিজ্ঞ এই পেসার। চট্টগ্রামে এসে খেলে ফেলেন তৃতীয় ও শেষ ওয়ানডে। তাসকিনের বোলিং দেখে মনে হয়েছে পুরো ফিট ছিলেন না তিনি। ১৩০-১৩৫ কিলোর বেশি গতি উঠাতে পারেননি। এই অবস্থায় আগামী বুধবার চট্টগ্রাম টেস্টে কি সুযোগ মিলবে তাসকিনের, নাকি পুরো ফিট তাসকিনকে পাওয়ার অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট?

ভারতের বিপক্ষে শেষ ম্যাচটিতে তাসকিনের বোলিংয়ে কোনও নিয়ন্ত্রণই ছিল না। ইনজুরি কাটিয়ে পুরো ফিট না হয়ে মাঠে ফেরাটা কাল হয়েছে। দুটি উইকেট নিলেও তাসকিন ৯ ওভারে খরচ করেছেন ৮৯ রান। সাম্প্রতিক সময়ে এমন তাসকিনকে খুব একটা দেখা যায়নি। ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিংটা করেছিলেন চট্টগ্রামের শেষ ওয়ানডেতে। এই অবস্থায় তাসকিনকে প্রথম টেস্টে খেলাবে কিনা সেটি নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টেস্ট দলের মূল বোলার তাসকিন। চট্টগ্রাম টেস্টে তাসকিনের সার্ভিস না পেলে বড় ধরনের ধাক্কা বাংলাদেশ শিবিরে। তবে আংশিক ফিট তাসকিনের চেয়ে পুরো ফিট তাসকিনকেই পেতে যাইবে টিম ম্যানেজমেন্ট। সেটি  হলে দল  ও তাসকিন উভয়ের জন্যই ভালো হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G