১১ বছরেই গ্রাজুয়েট!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
তানিশক আব্রাহাম। বয়স মাত্র ১১। এই বয়সেই ক্যালিফোর্নিয়ার আমেরিকান রিভার কলেজ থেকে থেকে গ্রাজুয়েট ডিগ্রি লাভ করে সাড়া ফেলে দিয়েছেন এই তিনি । তিনি গণিত, বিজ্ঞান ও ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডিজেও তিনটি এসোসিয়েট ডিগ্রি পেয়েছেন।
চলতি বছর আমেরিকান রিভার কলেজ থেকে তিনিই সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে গ্রাজুয়েট হয়েছেন। আমেরিকান রিভার কলেজের মুখপাত্র স্কট ক্রো বলেন, সাধারণভাবে ধারণা করা হচ্ছে, তানিশকই সর্বকালের সর্বকনিষ্ঠ গ্রাজুয়েট।
তিনি গত বছর যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের অন্যতম সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে হাইস্কুলের পড়াশোনা শেষ করেন। গত বছরের মার্চে পরীক্ষার মাধ্যমে তিনি তার ডিগ্রি লাভের যোগ্য বিবেচিত হয়েছিলেন। গত বছর তার কৃতিত্ব প্রেসিডেন্ট বারাক ওবামার নজরে এসেছিল। তিনি তাকে অভিনন্দিত করে চিঠিও দিয়েছিলেন।
কলেজ থেকে মাত্র ১১ বছর বয়সে গ্রাজুয়েট ডিগ্রি পাওয়ার পর অনুভূতি সম্পর্কে জানতে চাইলে আব্রাহাম বলেন, এটা আমার কাছে তেমন বড় কিছু নয়। সূত্র: ডেইলি মেইল
প্রতিক্ষণ/এডি/পাভেল