১৪ জুলাই রংপুরে চার লেন সড়ক উদ্বোধন
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরে চার লেন সড়ক ১৪ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রংপুর সড়ক বিভাগের অতিরিক্ত প্রকৌশলী এ কিউ এম একরামুল্লাহ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২৬ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই চার লেন সড়ক রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার প্রবেশশ দ্বার। এসব জেলার মানুষের যাতায়াতের পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বও রয়েছে এই সড়কের।
এছাড়া বাংলাবান্ধা, বিড়ল, বুড়িমারী ও সোনাহাট স্থলবন্দর থেকে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, মংলা সমুদ্র বন্দরে পণ্য পরিবহন সহজ হবে।
জাপান ডেড কন্সালটেশন ফান্ডের ৪০ কোটি এবং বাংলাদেশ সরকারের ৮৬ কোটি টাকার অর্থায়নে তিনটি প্যাকেজে চারলেনের কাজ সম্পন্ন করা হয়।
রংপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আবদুল্লাহ আল মামুন জানান,১৬ দশমিক ২৪ কিলোমিটার ফোর লেন সড়ক চালু হলে এ অঞ্চলের মানুষ যানজট থেকে রেহাই পাবেন।