১৪ দিন আগেই জানা যাবে ভূমিকম্পের খবর

প্রকাশঃ জুন ১১, ২০১৫ সময়ঃ ৮:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

earthquakeভূমিকম্পের আগাম খবর দিতে যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান ‘স্টেলার সলিউশনস’ নিয়ে আসছে কোয়েকফাইন্ডার প্রযুক্তি। পুরোপুরি সফল হলে এক থেকে দুই সপ্তাহ আগেই জানা যাবে ভূমিকম্পের খবর।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ প্রকৌশলী জন পিনো জানান, কোয়েকফাইন্ডার নামের প্রযুক্তির প্রাথমিক পরীক্ষায় তারা সফল। জন পিনো বলেন, আমরা দুই সপ্তাহ আগে সিগন্যাল পাই। এরপর কিছুদিনের জন্য তা থেমে যায়। তারপর ভূমিকম্পের দুই-একদিন আগে আবার সিগন্যাল পাই। আমরা এখন এই প্রক্রিয়াটা চূড়ান্ত করার চেষ্টায় আছি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চালানো এই পরীক্ষায় তাদের সাথে আছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা- নাসা। সফল হলে বাংলাদেশের মতো ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে থাকা দেশগুলোও পাবে বিশেষ সুবিধা।

জ্যেষ্ঠ প্রকৌশলী জন পিনো আরও বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে স্থানে ফাটল রয়েছে, সেখানে সেন্সরগুলো সঠিকভাবে বসানো হয়েছে। বাংলাদেশের সীমান্তেও এমন সেন্সর বসানো যেতে পারে। এক একটি সেন্সর ১০ বর্গমাইল এলাকা জুড়ে সবচেয়ে ভালো কাজ করে। ফলে পুরো ফল্টলাইন জুড়েই বেশ কিছু সেন্সরের দরকার হবে।

প্রতিটি সেন্সর প্যাকেজের জন্য এই মুহূর্তে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা লাগলেও, ধীরে ধীরে এর দাম হাতের নাগালে নিয়ে আসা সম্ভব হবে বলে মনে করেন জন পিনো।

সব প্রাকৃতিক দুর্যোগেরই আগে থেকে পাওয়া যায় পূর্বাভাস। কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে আগে থেকে খবর পাওয়ার কোন উপায় নেই। আর এ কারণেই বড় আকারের ভূমিকম্পে মৃতের সংখ্যাও অনেক বেশি। তবে এ প্রযুক্তি সবার কাছে পৌঁছে দিতে আরো তিন থেকে পাঁচ বছর লেগে যেতে পারে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G