১৫৭ পৌরসভায় পুনরায় নির্বাচনের দাবি বিএনপির

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ৪:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bnp১৫৭টি পৌরসভায় ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি এইসব ভোটকেন্দ্রে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানান।

বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রিজভী বলেন, এমন একটি দেশে বাস করছি যে দেশের মানুষ ভোট দিতে পারে না। সরকার দলীয় ক্যাডাররা বিরোধী প্রার্থীদের ক্ষত বিক্ষত করে ভোট ডাকাতি করেছে। আমরা আগাম যে আশঙ্কা করেছিলাম তাই সত্য হলো। নির্বাচনের আগেই সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। যেসব জেলায় ভোট নেই সেখানের নেতাদেরও গ্রেফতার করা হয়েছে। ভোটের দিন সরকারের নীল নকশা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, গাজীপুরের শ্রীপুরে পৌরসভার বহুমুখী উচ্চ বিদ্যালয়, কেওয়া পশ্চিম খন্ড, উজিলাবর, শ্রীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, নরসংদী, কানাইঘাট, বগুড়া, টাঙ্গাইলসহ বেশ কয়েকটি পৌর এলাকার নাম উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে আসেনি। সরকার প্রধানের আজ্ঞাবাহ হিসেবে নিজেদের চাকরি টিকিয়ে রাখার জন্য ভোটারবিহীন সরকারকে খুশি করার জন্য তারা নির্বাচন করেছে। তারা যদি সাংবিধানিক দায়িত্ব পালন করতেন, তাহেল সাতকানিয়ায় যুবদলের নেতাকে নিহত হতে হতো না। এই সরকার জনগণকে তোয়াক্কা করে না। জনগণকে পরিত্যাগ করেছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G