১৯ দিনে ৫৭ তলা বহুতল বিল্ডিং !

প্রকাশঃ মে ১, ২০১৫ সময়ঃ ৯:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

china1430425236নিত্যনতুন জিনিস তৈরি করে দুনিয়াকে তাক লাগানো চীনাদের কাছে খুব একটা মুশকিলের ব্যাপার নয়। রোজই কিছু না কিছু করে সবাইকে চমকে দেয় চীনারা।

তবে এবার তারা যা করেছে বলে দাবি করছে তা এককথায় ভেবে দেখলে অসম্ভব। অথচ সেই অসম্ভব কাজটাই তারা সম্ভব করে দেখিয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনা হলো, মধ্য চীনের একটি নির্মাণ সংস্থা দাবি করেছে যে তারা মাত্র ১৯ দিনে ৫৭ তলা একটি বহুতল তৈরি করেছে যেটি বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত নির্মিত বহুতল। মধ্য চীনের হুনান প্রদেশের চাংসা শহরের ‘মিনি স্কাই সিটি’-তে কাঁচ ও স্টিল দিয়ে এই বহুতল নির্মিত হয়েছে।

সংস্থাটি দাবি করেছে, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ফি দিনে ৩টি করে তলা তৈরি করা হয়েছে। সংস্থার ইঞ্জিনিয়ার জানিয়েছেন, “প্রথাগত পদ্ধতিতে করতে গেলে একটার উপর একটা ইট সাজিয়ে করতে হতো। কিন্তু আমাদের পদ্ধতিতে আমরা শুধু ব্লকগুলিকে পরপর সাজিয়েছি।”

এই পদ্ধতিতে তৈরি বাড়িগুলি যথেষ্ট নিরাপদ দাবি করে নির্মাতারা জানিয়েছেন এই ধরনের বাড়িগুলি ভূমিকম্পের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তবে এই বিল্ডিংয়ের ভিতরের স্পেস নিজেদের মতো করে ‘কাস্টমাইজড’ করার খুব একটা সুযোগ নেই বলেও জানানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G