২ শিবির নেতাসহ গ্রেপ্তার ৩
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের মামলায় ২ শিবিরনেতা ও পরোয়ানাভূক্ত এক আদম ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের বাঁশরী সিনেমা হল, চরমোহনা ও শহরের মীরগঞ্জ সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা দক্ষিণ শিবির সভাপতি ও সোনাপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে মুক্তার হোসেন (৩০), সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শিবিরের সেক্রেটারি ও একই গ্রামের মো. মোস্তফার ছেলে মো. আরিফ (৩৫) এবং কলাকোপা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আদম ব্যবসায়ী জাকির (৩৫)।
পুলিশ জানায়, শিবির নেতা মুক্তার ও আরিফ ৫ জানুয়ারি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে রায়পুর থানার এসআই আবুল বাশার, মো. সিরাজ ও এএসআই সোহেল তাদের গ্রেপ্তার করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আকন্দ বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগ রয়েছে। তাদের সহযোগিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রতিক্ষণ/এডি/রাজন