২য় বাংলাদেশ যুব গেমসে পদক সংখ্যা ১৪১৯টি

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২৮, ২০২২ সময়ঃ ৫:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৪ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বিওএ উদ্যোগে দ্বিতীয়বারের মত আয়োজিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’।

২ জানুয়ারি ২০২৩ এ দেশজুড়ে উপজেলা পর্যায়ে সর্বাধিক ৮টি যার মধ্যে সর্বোচ্চ ২টি দলীয় এবং ৬টি ব্যক্তিগত ডিসিপ্লিন নিবন্ধণ এবং প্রতিটি ডিসিপ্লিনে তরুণ ও তরুণী দলের অংশগ্রহনের সুযোগ দেয়া হয়েছে।

২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উপলক্ষ্যে আজ ছিল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। তাতে জানানো হলো আসরের বিস্তারিত। জানা গেল মোট মেডেলের সংখ্যা।

ডিসিপ্লিনের সংখ্যা ২৪টি, তাতে ৭টি দলগত ও ব্যক্তিগত ১৭টি।

মোট ইভেন্টের সংখ্যা ১৯৮টি আর পদকের সংখ্যা মোট ১ হাজার ৪ শত ১৯টি।

মোট স্বর্ণ ৪২৯টি, রৌপৗ ৪২৯টি ও ব্রোঞ্জ ৫৬১টি।

মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি, জেলা ৬৪টি, বিভাগ ৮টি।

খেলোয়াড়ের বয়স হবে ২ জানুয়ারী ২০০৬ সাল থেকে ২০২২ অবদি অনূর্ধ্ব-১৭।

আন্ত:উপজেলা পর্যায়ে খেলোয়াড়ি, টিম অফিসিয়াল, টেকনিক্যাল অফিসিয়াল এবং ক্রীড়া সংগঠক সহ প্রায় ৬০০০০ হাজার জন এই প্রতিযোগিতা অংশগ্রহন করবে বলে আশা করছে আয়োজক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G