২০ ফেব্রুয়ারি ১৪ দলের গণমিছিল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৩:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

14 dolবিএনপির জোটের লাগাতার অবরোধ, হরতালের ও নাশকতার প্রতিবাদে আগামী ২০ ফেব্রুয়ারি দেশব্যাপী গণমিছিল কর্মসূচি পালন করবে ১৪ দল।

রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গণমিছিল কর্মসূচি পালনের কথা সাংবাদিকদের  জানান।

১৪ দলের মুখপাত্র এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ২০ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে কেন্দ্রীয় ১৪ দলের একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি এভিনিউ থেকে শুরু হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে এবং সেখানে শপথ গ্রহণ করা হবে। ওইদিন একই সময়ে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে সব বিভাগীয় শহর, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এই গণমিছিল অনুষ্ঠিত হবে।

এই গণমিছিল সফল করার লক্ষ্যে আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রাজধানীতে সভাপতির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এরপর ২৩ ফেব্রুয়ারি রাজশাহীর কাঁটাখালীতে ১৪ দলের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সফল করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, সাংস্কৃতিক, পেশাজীবীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিও আহ্বান জানান ১৪ দলের নেতারা।

প্রতিক্ষণ /এডি/মেজবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G