২৪ ঘন্টা বন্ধ ভারতীয় এনডিটিভি

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৬ সময়ঃ ১১:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৬ পূর্বাহ্ণ

ndtvভারতীয় নিউজ চ্যানেল এনডিটিভির সামগ্রিক কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে পাঠানকোটে হামলার সংবেদনশীল তথ্য প্রকাশের শাস্তি হিসেবে। খবর বিবিসির।

তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এনডিটিভি (হিন্দি) গত জানুয়ারিতে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার স্পর্শকাতর তথ্য প্রকাশ করায় তাদের কার্যক্রম এক দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

তবে এনডিটিভি কর্তৃপক্ষ এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। নিউজ চ্যানেলটির দাবি, তারা নিয়ম মেনে নিউজটি সম্প্রচার করেছে।

সাত ভারতীয় সেনা এবং ছয় জঙ্গি নিহত হয়েছিল পাঠানকোটে হামলায়। ভারতের দাবি, পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদ ভয়াবহ এ হামলা চালিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নভেম্বরের ৯ তারিখে ২৪ ঘণ্টার জন্য এনডিটিভির কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, এই প্রথম ভারতীয় কোনো গণমাধ্যমকে এ ধরনের শাস্তি দেয়া হলো।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G