২৬ কোটি মার্কিন ডলার দিচ্ছে আইএমএফ

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০১৫ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৯ অপরাহ্ণ

অর্থনীতি ডেস্ক

IMFবাংলাদেশের জন্য আরও প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বাংলাদেশের অর্থনৈতিক কর্মসূচির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আইএমএফ এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। অবশ্য বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কর্মসূচি চালিয়ে নিতে সুপারিশ করেছে সংস্থাটি।

আইএমএফের নির্বাহী বোর্ড গতকাল বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে তিন বছর মেয়াদী এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মসূচি পর্যালোচনা করে অর্থ ছাড়ের সিদ্ধান্তের কথা জানায়। এই সিদ্ধান্তের ফলে শিগগির ২৫ কোটি ৮৩ লাখ ডলার পাবে বাংলাদেশ।

আইএমএফের বিশেষ ঋণ সুবিধার আওতায় সব মিলিয়ে ৯০ কোটি ডলারের বেশি অর্থ পাবে বাংলাদেশ।

এক বিবৃতিতে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিৎসুহিরো ফুরুসাওয়া বলেন, বিচক্ষণ অর্থনৈতিক নীতিমালা এবং কাঠামোগত সংস্কারের ফলে গত সাড়ে তিন বছরে বাংলাদেশের অর্থনীতি আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগুতে পেরেছে।International_Monetary_Fund_logo.svg

তবে বাংলাদেশে কাঠামোগত আরও সংস্কারসহ আইএমএফের সুপারিশে বলা হয়েছে, ২০১৬ সালে নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন চালু করা, জ্বালানি খাতে ভর্তুকি আরও কমানো এবং রাষ্ট্রমালিকানার ব্যাংকগুলোতে সংস্কার চালাতে হবে। এর অংশ হিসেবে ২০১৬ সালের মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের সব শাখায় অটোমেশন শেষ করার তাগিদ দিয়েছে আইএমএফ।

একইসঙ্গে অবকাঠামোর ঘাটতি দূর করতে পরামর্শ দিয়ে আইএমএফ বলেছে, বাংলাদেশে বিদ্যুৎ, যোগাযোগ ও ব্যবসার পরিবেশের উন্নতি এবং আরও ভালো শ্রম অধিকার ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা দরকার।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G