৩৪ বছরে একটিও অভিযোগ আসেনি যে থানায়
আন্তর্জাতিক ডেস্ক
এক বছর দু-বছর নয়, টানা ৩৪ বছর। একটি থানায় একটিও অভিযোগপত্র জমা পড়েনি। ভাবা যায়? পাঠক, আপনি যা-ই ভাবুন, ঘটনা কিন্তু সত্যি। তবে ঘটনাটি ঘটেছে ভারতে।
উত্তর প্রদেশের কানপুরের বেহমি থানায় গত ৩৪ বছরে একবারের জন্যও কেউ আসেনি অভিযোগ নিয়ে। মানে দাঁড়ায়, ওই এলাকার মানুষ পুত-পবিত্র। তাদের কোনো শত্রু নেই। এক কথায় স্বর্গরাজ্য!
এই থানার আওতায় রয়েছে ২৫টি গ্রাম। এত বড় একটি জনবসতিতে কোনো অঘটন, দুর্ঘটনা হয় না, যা থানায় অভিযোগ করার মতো। এ কি বিশ্বাসযোগ্য?
এই সেই বেহমি গ্রাম, সেখানে ১৯৮১ সালে ফুলন দেবী নামের এক নারীর নেতৃত্বে ঘর থেকে বের করে এনে ২০ জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই সেই বেহমি গ্রাম, যেখানকার মানুষের মধ্যে হত্যার বদলে হত্যার রেওয়াজ ছিল। এ ছাড়া ডাকাতের অভয়ারণ্য হিসেবে এই গ্রাম আজো পরিচিত।
তাহলে কেন এখানকার মানুষ কোনো অভিযোগ নিয়ে থানায় যায় না? উত্তর খুঁজতে প্রশ্ন করা হয়েছিল কানপুরের পুলিশ প্রধানের কাছে। তিনি জানালেন, ওই থানা এলাকা থেকে ডাকাতদের হঠিয়ে দেওয়ায় এখন সেখানে কোনো সমস্যা হয় না। ফলে কাউকে থানায় আসতে হয় না।
তবে জানা গেছে, ওই থানা এলাকায় এখনো ডাকাতির ঘটনা ঘটে। তাহলে কেনো থানায় অভিযোগ নিয়ে যায় না এলাকাবাসী, তা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের ।
প্রতিক্ষণ/এডি/এআই