বাংলাদেশ ব্যাংক বলছে ‘রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার’
৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এমনটাই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) এই তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
আর মঙ্গলবার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১১ বিলিয়ন ডলার। এক বছর আগে অর্থাৎ গত বছরের ১৯ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার। যা এখনকার চেয়ে প্রায় ১০ বিলিয়ন ডলার বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের আমদানি বিল পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নেমে আসতে পারে।
উল্লেখ, বৈদেশিক মুদ্রার সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া রফতানি ও রেমিট্যান্স প্রবাহেও উন্নতি হচ্ছে না। আবার আমদানি ব্যয়ও কমানো সম্ভব হয়নি।