৬ আসন পেল বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীরা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এখন পর্যন্ত চারটি আসনে জয়ী হয়েছে।
বেসরকারিভাবে পাওয়া ফলাফলে জয়ী প্রার্থীরা হলেন :
বগুড়া-৬ (সদর) : মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি, ধানের শীষ)
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) : মো. আমিনুল ইসলাম (বিএনপি, ধানের শীষ)
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) : মো. হারুনুর রশীদ (বিএনপি, ধানের শীষ)
মৌলভীবাজার-২ (কুলাউড়া) : সুলতান মোহাম্মদ মনসুর আহমদ (ঐক্যফ্রন্ট, গণফোরাম, ধানের শীষ)
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) : মো. মোশারফ হোসেন (বিএনপি, ধানের শীষ)
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল আংশিক) : জাহিদুর রহমান (বিএনপি, ধানের শীষ)
প্রতি/ এডি/রন