৭ খুন: আপিলের রায় পড়া শুরু

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৭ সময়ঃ ১১:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৮ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় পড়া শুরু করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে রায় পড়া শুরু হয়েছে।

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় পড়ছেন।

এদিকে এ রায় ঘিরে আদালতে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে। সেখানে দায়িত্বরত পুলিশ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে।

আলোচিত মামলার শুনানি শেষে গত ২৬ জুলাই রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ধার্য করে আদেশ দিয়েছিলেন আদালত। এরপর ১৩ আগস্ট আদালত রায় না দিয়ে তারিখ পিছিয়ে আজ (২২ আগস্ট) রায় ঘোষণার দিন ঠিক করেন।

গত ২২ মে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের শুনানি শুরু হয়। প্রথমে বেশ কয়েকদিন আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তিতর্ক উপস্থাপন করেন।

বিস্তারিত আসছে…

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G