৭১’র পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্র করছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ২:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

download (2) ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এ ষড়যন্ত্র সফল হবে না।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল ও নাশকতা বিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মায়া এ কথা বলেন।
তিনি বলেন, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়ে স্বাধীনতা ভূলুণ্ঠিত করতে পারেনি। এখন ষড়যন্ত্র চালিয়েও কোনো লাভ হবে না।
খালেদা জিয়াকে পেট্রোলবোমা মেরে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যাকারী সন্ত্রাসীদের মদদদাতা উল্লেখ করে তিনি বলেন, তার সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। কারণ শেখ হাসিনা একজন শান্তিপ্রিয় নেত্রী। তার সঙ্গে বোমাবাজদের মদদদাতার কোনো আলোচনা নয়।
এ সময় মায়া শুক্রবার (০৬ জানুয়ারি) শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সকল প্রকার সহায়তা করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন।

 

প্রতিক্ষণ/এডি/রাতুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G