৮ ক্রিকেটারের নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৯ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৩ অপরাহ্ণ

বিপিএলের কারণে বাংলাদেশ দল একসাথে নিউজিল্যান্ড যেতে পারছে না। এ কারণে তাদেরকে যেতে হচ্ছে আলাদা আলাদাভাবে। প্রথম দল এরই মধ্যে দেশ ছেড়েছে।

বুধবার দুপুরে ৮ ক্রিকেটারসহ একটি দল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

দুপুর ১২.৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে দেশ ছাড়ে বাংলাদেশ দলের প্রথম অংশ। এতে যে ক্রিকেটাররা ছিলেন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাঈম হাসান ও লিটন দাস। এই দলে আছেন নিউজিল্যান্ড সফরের জন্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও।

বিপিএলের শেষ হবে শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে। এরপর দিন অর্থাৎ শনিবার রাতে ঢাকা ছাড়বেন মাশরাফি বিন মর্তুজাসহ ওয়ানডে স্কোয়াডের বাকি সদস্যরা। দ্বিতীয় অংশে মাশরাফির সাথে থাকবেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শফিউল ইসলাম।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) নেপিয়ারে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর শনিবার (১৬ ফেব্রুয়ারি) ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও বুধবার (২০ ফেব্রুয়ারি) তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G